Showing posts with label Social compliance. Show all posts
Showing posts with label Social compliance. Show all posts

Thursday, 1 October 2015

ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান ঃ 


ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট হতে মাল্টিস্টোরি বিল্ডিং   OCCUPANCY CERTIFICATE এর জন্য উক্ত বিল্ডিং এর ফায়ার সেফটি প্লান তৈরী করতে হয়, যার প্রয়োজনীয় আলোচনা নিন্মে করা হলোঃ

বহুতল বাণিজ্যিক ও ৫০০ বর্গমিটার ফ্লোর এরিয়া  বিশিষ্ট শিক্ষা,সমাবেশ, প্রাতিষ্ঠানিক, শিল্প, বিপজ্জনক ও মিশ্র ব্যবহার শ্রেণির ভবন নির্মাণের জন্য ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে নিন্মোক্ত বিষয়াবলি চিহ্নিত করিয়া ফ্লোর প্ল্যান তৈরি করিতে হইবে। 
প্ল্যান স্থায়ী  নির্বাপণ ব্যবস্থাদি, জরুরি নির্গমন সিঁড়ি ও বিকল্প সিঁড়ি, লিফট ও ফায়ার লিফট, ডিটেকশন সিস্টেম, এলার্মিং সিস্টেম, ইমার্জেন্সি লাইট, এক্সিট সাইন, রিজার্ভার, ডাক্টসসমূহ, ফায়ার কমান্ড স্টেশন, ট্রান্সফরমার কক্ষ, স্ট্যান্ডবাই জেনারেটর কক্ষ, ফায়ার ফাইটিং পাম্প হাউজ, রাইজার পয়েন্ট ও হোজ কেবিনেট, স্প্রিংকলার হেড, ওয়াটার স্প্রে ,প্রজেক্টর হেড, সেফটি লবি, ফায়ার রেটেড ডোর, ভেন্ট,এভিয়েশন লাইট ও এতদ্সংμাšও নিন্মলিখিত বিষয়সমূহ ফায়ার ফাইটিং বিল্ডিং প্ল্যানে লিজেন্ডসহ উল্লেখ করিতে হইবে, যথাঃ-

(১) ভূগর্ভস্থ ও মেজানাইন ফ্লোরসহ ইমারতের সকল তলার ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান ১ঃ১০০ স্কেল অনুপাতে অংকন করিতে হইবে;
(২) বিল্ডিং প্ল্যানে উত্তর দিক চিহ্নিত হইতে হইবে;
(৩) ভূমি আচ্ছাদনসহ (কাভার্ড এরিয়া) সকল তলার আলাদা আলাদা ফ্লোর প্ল্যানসহ রুমের আকার ও পরিমাপ, দেয়ালের পুরত্ব, ফ্রেমিং মেম্বারসহ সিঁড়ি, র‌্যাম্প ও লিফটকোরের অবস্থান চিহ্নিত করিত হইবে;
(৪) প্ল্যানে ভবনের সকল তলা যে যে ব্যবহার শ্রেণি দ্বারা ব্যবহৃত হইবে তাহার পরিপূর্ণ বিবরণ থাকিতে হইবে;
(৫) প্ল্যানে জরুরি সেবা সার্ভিসসমূহ ও ডাক্টের অবস্থান চিহ্নিত করিতে হইবে;
(৬) প্ল্যানে সকল জরুরি সেবা সার্ভিসের অবস্থান ও সংখ্যা উল্লেখ করিতে হইবে;
(৭) প্ল্যানে বেইজমেন্টের দেয়াল, অন্যান্য দেয়াল, মেঝে এবং ছাদের পুরুত্বসহ নির্মান উপকরণ, ফ্রেমিং মেম্বারের পরিমাণসহ কক্ষের ও ওয়ালের উচ্চতা এবং ড্রেন ও ভবনের প্রসারিত অংকনসহ ছাদের সেøাপ এবং সিঁড়ি ঘরের পরিপূর্ণ বর্ণনা থাকিতে হইবে;
(৮) সাইটে প্রবেশের রাস্তার অবস্থান ও প্রশস্থতা চিহ্নিত করিতে হইবে;
(৯) প্রবেশ ও নির্গমনের ফুটপাত এবং গুরুত্বপূর্ণ রাস্তার পরিমাপসহ সকল দিকের উন্নতির বর্ণনা;
(১০) সীমানা প্রাচীরের উচ্চতা ও ধরন; 
(১১) প্লটে অগ্নি নির্বাপক গাড়ি প্রবেশের এবং ভবনের চতুর্দিক গমনাগমনের জন্য পরিপূর্ণ টার্নিং সার্কেলের বর্ণনাসহ প্রবেশ পথ ও প্লটের অভ্যন্তরীণ রাস্তার বর্ণনা;
(১২) করিডোরসহ বিকল্প সিঁড়ির প্রস্থ ও অবস্থানের বর্ণনা;
(১৩) জরুরি নির্গমন সিঁড়ির অবস্থান, ধোঁয়া নিরোধক লবি ও অগিড়ব নিরোধক দরজার অবস্থান ও সংখ্যা;
(১৪) ভবনের বিভিনড়ব তলায় অবস্থিত রিফিউজ স্যুট, রিফিউজ চেম্বার ও সার্ভিস ডাক্টের অবস্থান ও সংখ্যার বর্ণনা;
(১৫) ভবনের যানবাহন ও পথচারী প্রবেশ, নির্গমন, ড্রাইভওয়ে, র‌্যাম্প ও গাড়ি পার্কিংয়ের স্থান প্রদর্শনসহ পার্কিং প্ল্যান;
(১৬) রিফিউজ এরিয়া চিহ্নিতকরণ;
(১৭) ভবনের বিল্ডিং সার্ভিস তথা এয়ারকন্ডিশন মেশিন রুম, মেকানিক্যাল ভেন্টিলেশন, ভেন্ট, গ্যাস পাইপ ও বয়লারের অবস্থান ও সংখ্যার (প্রযোজ্যক্ষেত্রে) বর্ণনা;
(১৮) এক্সিট সাইনসহ এক্সিট মার্কিংয়ের পরিপূর্ণ বর্ণনা;
(১৯) সাব-স্টেশন (ট্রান্সফরমার ও সুইচগিয়ার রুম) এবং জেনারেটর রুমের অবস্থানের বর্ণনা;
(২০) স্মোক এক্সহাস্ট সিস্টেম চিহ্নিতকরণ;
(২১) ফায়ার এলার্ম সিস্টেমের ম্যানুয়েল কল পয়েন্ট, এলার্মবেল ও স্টোবের অবস্থান ও সংখ্যার বিবরণ;
(২২) স্মোক ডিটেকটর, হিট ডিটেকটর এবং ডিটেকশন সিস্টেমসহ কন্ট্রোল ও রিপিটার প্যানেল বোর্ড এর সংযোগ বিষয়ে বিস্তারিত বিবরণসহ পিএ সিস্টেমের বর্ণনা;
(২৩) ভবনের অভ্যন্তরে স্থাপিত রাইজার, ড্রেঞ্চার, স্প্রিংকলার ও অন্যান্য স্থায়ী অগ্নি নির্বাপণ ব্যবস্থার বিস্তারিত বর্ণনা ও অবস্থান;
(২৪) ফায়ার সার্ভিস ইনলেট সুবিধাসহ আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ধারণক্ষমতা ও ফায়ার ফাইর্টিং পাম্প হাউজের অবস্থান এবং ওভারহেড রিজার্ভারের ধারণক্ষমতাসহ অবস্থানের বর্ণনা;
(২৫) ভবনের ফায়ার কমান্ড স্টেশনের অবস্থান ও পরিমাপের বর্ণনা;
(২৬) ভবনের লাইটনিং এ্যারেস্টারের বর্ণনা;
(২৭) এভিয়েশন লাইটের (প্রযোজ্যক্ষেত্রে) উচ্চতা, অবস্থান ও সংখ্যা চিহ্নিতকরণ;
(২৮) বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্রের সংখ্যা ও অবস্থান চিহ্নিতকরণ।

NB: Pls, let me know what you are thinking about the post via COMMENTS or FACE BOOK. If my post is helpful to you, pls don't forget to give face book..
 Md.Rahat Khan

Source: Internet & বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, সেপ্টেম্বর ১৮, ২০১৪



Wednesday, 30 September 2015

সাব-স্টেশন ঃ 


সাব-স্টেশন রুমের ফায়ার এন্ড স্মোক প্রোটেকশন করার পদ্ধতি সম্পর্কে প্রযোজনীয় আলোচনা, যা Accord & Alliance এর চাহীদা বুঝে কাজ সম্পন্ন  করতে সহায়তা করবে ঃ

১. গ্রাউন্ড ফ্লোরে সাব-স্টেশন স্থাপন করিতে হইবে।
২. সাব-স্টেশনের দেয়াল ৪ ঘণ্টা ফায়ার রেটেড ও দরোজা ২ ঘণ্টা ফায়ার রেটেড হইতে হইবে।
৩. সাব-স্টেশনের ট্রান্সফরমার বা এভিআর ও সুইচ গিয়ার রুমের মাঝে ৪ ঘণ্টা ফায়ার সেপারেশন দেয়াল ছাদ পর্যন্ত দিয়ে কক্ষ ২টিকে আলাদা করিতে হইবে।
৪. উভয়কক্ষে গমনাগমনের জন্য এ দেয়ালে ২ ঘণ্টা ফায়ার রেটেড এবং তাপ ও ধোঁয়া নিরোধক দরোজা থাকিবে। সাব-স্টেশনের প্রতিটি কক্ষে প্রয়োজনীয় সংখ্যক ভেন্টিলেশন ও এক্সহাস্ট ফ্যান থাকিবে।
৫. সাব-স্টেশনের ট্রান্সফরমারের উপরে ২টি হাই প্রেশার ওয়াটার স্প্রে প্রজেক্টর হেড স্থাপন করিতে হইবে। সুইচ গিয়ার রুমে স্বয়ংক্রিয় স্প্রিংকলার বা অটো গ্যাস সাপ্রেশন সিস্টেম স্থাপন করা যাইতে পারে।

৬. সাব-স্টেশনের ক্যাবল ড্রেন শুকনো বালু ভর্তি হইতে হইবে এবং ড্রেনের উপরে স্ল্যাব অগ্নি নিরোধক সামগ্রী দ্বারা তৈরি হইতে হইবে।
৭. ভবনের অটো হিট এ্যান্ড স্মোক ভেন্ট সিস্টেমের কানেকশন সাব-স্টেশনে থাকিবে।
৮. ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে লিজেন্ডসহ সাব-স্টেশনে স্থাপিত সকল অগ্নি নির্বাপক ব্যবস্থাদি হিট ও স্মোক ডিটেক্টর, ভেন্ট ও এক্সহাস্ট ফ্যানের সংখ্যা ও পরিমাণ উল্লেখ করিতে হইবে।
                                                         সূত্রঃ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, সেপ্টেম্বর ১৮, ২০১৪                                                    

পাওয়ার স্টশেন  ছাড়পত্র  ঃ 

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স হতে বদ্যৈুতকি সাব স্টশেনরে ছাড়পত্র দয়োর নয়িমাবলি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিন্মে আলোচনা করা হলো-

*ক) প্রতিষ্ঠানের প্যাডে/ সাদা কাগজে চাহিত সেবা প্রাপ্তি আবেদন।
  খ) প্রতিষ্ঠান/ভবনের অনুমোদিত লে আউট প্লানের কপি।
  গ) ভাড়ার চুক্তপত্রি/ মালিকানার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ পত্র।
  ঘ) পৌরসভা/ইউনয়নি পরিষদের চেয়ারম্যানর্ কতৃক দেয় ট্রেড লাইসন্সে ও অনাপত্তি পত্র।
*ঙ) উপরোক্ত ডকুমন্টসে এর কপি সমূহ প্রতিষ্ঠান প্রধানর্ কতৃক সত্যায়নর্ পূবক জমা দিতে হবে।

আবেদন জমা ও ছাড়পত্র গ্রহণ -

প্রতিষ্ঠানের পরচয়ি বহনকারীর্ কর্মকতা, সমতরিি পরিচয় বহনকারীর্ কর্মকতা বা প্রতিষ্ঠান প্রধানর্ কতৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিই কেবল প্রাপ্তি স্বীকার মূলে ছাড়পত্ররে জন্য আবদনে জমা ও ছাড়পত্র গ্রহণ করতে পারবন।ে অতপর সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবদনেপত্র জমা দিয়ে ডিউটি অফিসারর নিকট হতে জমা রশিদ (সংযুক্তি * “ক” গ্রহণ করবন। ডিউটি অফিসার জমা রশদি সরবরাহ করবে এবং সংশ্লিষ্ট রেজিষ্ট্রারে (সংযুক্তি * “ঙ”) পূরণ করবেন।

NB: Pls let me know what you are thinking via comments on the BLOG or FACE BOOK. 
==0==



Tuesday, 29 September 2015


ভূমিকম্প এর  র্পূবে যা করণীয় (What to do BEFORE Earth Quake):


  • জাতীয় বিল্ডিং কোড অনুযায়ী অবকাঠামো নর্মিান করা।
  • নয়িমতি ইউটলিটিি র্সাভসি যমেন- গ্যাস, পানি ও বদ্যিুতরে  লাইন সঠকি আছে কনিা তা পরীক্ষা করা।
  • বাড়ী বা প্রতষ্ঠিানরে জরুরী নর্গিমন পথগুলি র্পূবইে চহ্নিতি করে রাখা যনে জরুরী অবস্থায় ব্যবহার করা যায়।
  • বাড়ীতে বা প্রতষ্ঠিানরে ভারী আসবাবপত্র সমূহ এ্যাংকর বা হুক দয়িে আটকে রাখা যাতে ভূমকিম্পরে সময় পড়ে না যায়।
  • ভারী বস্তু যমেন সুটকসে, ব্যাগ, র্কাটুন ও ব্যবর্হায অন্যান্য দ্রব্য সমুহ উপরে না রখেে ভুমতিে বা ফ্লোরে রাখা।
  • জরুরী টলেফিোন নং যমেন ফায়ার র্সাভসি, এ্যাম্বুলন্সে, পুলশি, হাসপাতাল, ক্লনিকি, ব্লাডব্যাংক ও অন্যান্য জরুরী ফোন ন¤¦র সংরক্ষণ করা এবং দৃশ্যমান স্থানে প্রর্দশতি করার ব্যবস্থা করা।
  • নয়িমতি অগ্ননির্বিাপন, উদ্ধার, ইভাকুয়শেন মহড়া পরচিালনা করা।
  • র্দুযােগ ব্যবস্থাপনার উপর প্রশক্ষিণ গ্রহন করা।
  • পরবিাররে সদস্যদরে সাথে র্দুযােগকালীন করণীয় সর্ম্পকে আলোচনা করা।
  • জরুরী প্রয়োজনীয় সরঞ্জমাদি সংরক্ষণ করা, যমেন:র্টচলাইট , রডেওি (অতরিক্তি ব্যাটারী সহ),  বাঁশি ,  হ্যামার ,হেলমেট /কুশন , শুকনো খাবার , খাবার পানি , ঔষধসমগ্রী, ফাষ্টএইড বক্স,  মোবাইল ফোন,  শশিুর যত্নরে সামগ্রী ও অন্যান্য জরুরী সামগ্রী  


ভূমিকম্পকালীন করণীয়  বিষয়সমুহ (What to do DURING Earth Quake):


  • আতংকগ্রস্থ না হয়ে ধীর স্থরি থাকা। সম্ভব হলে পরবিাররে সকলকে নয়িে দ্রুত ঘর থকেে বরে হয়ে খোলা জায়গায় আশ্রয় নয়ো।
  • যদি ব্যক্তরি অবস্থান কোন বহুতল ভবন, শপংি মল, থয়িটোর বা  সহজে নর্গিমন যোগ্য নয় এমন স্থানে হয়, সক্ষেত্রেে দৌড়ে বরে হয়ে আসার চষ্টো না করা।
  • মাথায় হলেমটে /কূশন পরধিান করে দ্রুত শক্ত টবেলি, খাট এর নীচে আশ্রয় গ্রহণ করা অথবা কলাম বা বীমরে পাশে আশ্রয় গ্রহণ করা।
  • বুক সলেফ, আলমীরা বা শোকসে জাতীয় ভারী র্ফাণচিার এর নকিট থকেে নরিাপদ দূরত্বে থাকা ।
  • রান্নাঘরে থাকলে দ্রুত গ্যাসরে লাইন বন্ধ করে বরে হয়ে আসা।
  • সম্ভব হলে বদ্যিুৎ বা গ্যাসরে লাইন সংযোগ বচ্ছিন্নি করা বা সুইচ বন্দ করা।
  • ঝুলন্ত কোন বস্তু (যমেন ঝাড়বাত)ি বা জানালার নকিট থকেে নরিাপদ দূরত্বে অবস্থান করা।
  • কখনও লফিট ব্যবহার না করা।
  • ভবনরে ছাদ, জানালা বা অন্য কোন স্থান থকেে লাফয়িে না পড়া।
  • ভবনরে বাহরিে অবস্থানকালীন ভূমকিম্প হলে ভবনে প্রবশে না করা এবং গাছপালা, বহুতল ভবন, ব্রীজ, বদ্যিুতরে খুঁট,ি সাইনর্বোড বা অন্য কোন    অবকাঠামোর নকিটে আশ্রয় না নয়িে খোলা জায়গায় নরিাপদে অবস্থান করা।
  • গাড়ীতে থাকলে গাড়ী থাময়িে গাড়ীর ভতির অবস্থান করা। এক্ষত্রেে ফ্লাইওভার, ওভারব্রীজ, বহুতল ভবন, বড় গাছপালা ও বদ্যিুতরে খুঁটি থকেে দূরর্বতী খোলা স্থানে গাড়ী র্পাকংি করা।
  • নদী বা পুকুরে অবস্থান করলে দ্রুত উপরে উঠে আসা।


ভূমিকম্প এর পরর্বতী করনীয় (What to do AFTER Earth Quake):

  •  মোবাইল ফোন বার বার ব্যবহার করে র্চাজ নষ্ট করা যাবে না এক্ষত্রেে মোবাইল ফোনরে র্চাজ সংরক্ষণ করা।
  • বড় ভারী কোন বস্তুর নীচে চাপা পড়লে অযথা টানা হচেড়া করে শরীররে শক্তি নঃিশষে করা যাবে না, সক্ষেত্রেে জরুরী বাহনিীর সাহায্য পাবার জন্য কমপক্ষে ৭২ ঘন্টা বঁেচে থাকার চষ্টো করতে হব।ে
  • মূল্যবান দ্রব্যসামগ্রী আনার জন্য পুনরায় রুমে বা ভবনে প্রবশে করা যাবে না বা সময় নষ্ট করা যাবে না, মনে রাখতে হবে সম্পদরে চয়েে জীবনরে মূল্য অনকে বশেী।
  • ভূমকিম্পরে প্রথম ঝাকুনীর পর পূনরায় ঝাকূনী হতে পার,ে সজেন্য বাহরিে খোলা জায়গায় একত্রতি হওয়া এবং অবস্থান গ্রহন করা।
  • ফাটল ধরা কোন ভবনে প্রবশে না করা।
  • গ্যাস, বদ্যৈুতকি গোলযোগ বা রাসায়নকি বক্রিয়িার কোন ঝুঁকি থাকলে নরিাপদে অবস্থান করা।
  • র্সবশষে পরস্থিতিি জানতে রডেওি ও অন্য বতোর র্বাতা শোনা।
  • জরুরী বাহনিীকে উদ্ধার তৎপরতায় র্সাবকি সহযোগতিা করা।
  • প্রশক্ষিণ না থাকলে চাপা পড়া রোগীকে টনেে হচেড়ে বরে না করা।
  • প্রশক্ষিতি হলে আহতব্যক্তকিে  স্বাস্থ্য সবো প্রদান করা।
  • অগ্নি নর্বিাপন, উদ্ধার, প্রাথমকি চকিৎিসা ইত্যাদি সবোমূলক কাজে অংশগ্রহণ করা।
  • র্দুগত মানুষরে আশ্রয়, খাদ্য ও বশিুদ্ধ পানরি ব্যবস্থা করা।
  • র্পযাপ্ত সংখ্যক স্বচ্ছোসবেক সংগঠতি করা।
  • এলাকার রাস্তাঘাটরে প্রতবিন্ধকতা অপসারণ ও পূনঃ নর্মিানরে ব্যবস্থা করা।
  • আইন শৃঙ্খলা রর্ক্ষাথে প্রয়োজনীয় সহযোগতিা করা।
  • উদ্ধারকারী ও অন্যান্য সংস্থাকে প্রয়োজনীয় তথ্য দয়িে সহযোগতিা করা।
  • আহত, অসহায় ও র্সবহারা মানুষদরে সান্তনা প্রদানরে মাধ্যমে মনোবল ঠকি রাখা।
  • মৃত ব্যক্তদিরে সৎকার করা এবং মৃত গবাদি পশু মাটতিে পুঁতে ফলো।
  • ক্ষতগ্রিস্থ বদ্যিুৎ লাইন, গ্যাস লাইন,পয়ঃনষ্কিাশন লাইন ইত্যাদি মরোমত ও পুনঃস্থাপনরে ব্যবস্থা করা। মনে রাখতে হবে য,ে ভাঙ্গা বদ্যৈুতকি খুঁট.িতার ইত্যাদি পরীক্ষা না করে তাতে হাত দওেয়া যাবে না।
  • ত্রান সামগ্রী সুষ্ঠু বতিরণে সহায়তা করা।
  • ধ্বংসস্তুপ ও আর্বজনা অপসারণরে ব্যবস্থা করা।
  • সরকারি র্পযায়ে বভিন্নি সবোমূলক সংস্থার কাজরে মধ্যে সমন্বয় করা।
  • আপনি যদি কোন আবদ্ধ কক্ষে আটকা পড়ে থাকনে এবং আপনার ডাক উদ্ধারকারীগন শুনতে না পায় তাহলে শক্তকোন কছিু দয়িে শক্ত জায়গায় জোরে জোরে আঘাত করে উদ্ধারকারীদরে মনোযোগ আর্কষণ করার চষ্ঠো করুণ।



সোর্স - ইন্টারনেট এন্ড ফায়ার সার্ভিস  এন্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট 



Saturday, 25 July 2015

Complex Supply Chains in Apparel Production

Apparel Supply Chain
In the horizon of apparel Production, organizations have numerous suppliers spread all across the world. Managing them in an efficient manner is hard enough. Monitoring social compliance and handling supplier audits is even harder, as each supplier will have its own complex network with numerous employees and business locations that need to be audited and inspected for compliance.



Point Solutions and Manual Processes in Apparel Production

>Many organizations manage social compliance operations through point based solutions or manual and paper-based processes. 
>Tasks, notifications, and follow-ups are assigned and managed using email systems which may lack the ability to track task completion.
>Supplier audit reports are prepared using spreadsheets which can be quite time-consuming to fill in, and unwieldy to manage. Moreover, they might end up having errors which could prove costly.
>As for third-party audits, multiple auditors use their own systems or manual processes. Thus information silos are created between the organization and its auditors. To gain a single view, the organization needs to manually aggregate the information or perform complex data integration tasks.


Subscribe to RSS Feed Follow me on Twitter!